সবুজদেশ ডেক্সঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা থেকে ৩০ কেজি সোনাসহ আনোয়ারুল ইসলাম (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।জব্দকৃত সোনার ওজন ৩০কেজি এবং আআনুমানিক বাজার মূল্য ১৪কোটি টাকাগতকাল শুক্রবার বেলা ১২টার সময় উপজেলার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর মদনা গ্রাম থেকে সোনার এ চালান জব্দ করা হয়েছে। জব্দকৃত সোনা ভারতে পাচার করা হচ্ছিলো বলে জানিয়েছে বিজিবি।আটকৃত আনোয়ারুল ইসলাম (৩৪) জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগেমারী গ্রামের মুনসুর আলীর ছেলে।বিজিবি জানায়, চুয়াডাঙ্গা থেকে সোনার একটি চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদ এ তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে শুক্রবার ভোর থেকেই বিজিবির একটি দল উপজেলার ভারত সীমান্তবর্তী পারকৃষ্ণপুর মদনা গ্রামে অবস্থান নেয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, বেলা ১২টার দিকে ওই এলাকা অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলযোগে পাচারকারী আনোয়ারুলকে আটক করে বিজিবি। পরে তার মোটরসাইকেলের সিটের ভেতরে তল্লাশি করে উদ্ধার করা হয় ২৬০টি সোনার বার।জব্দকৃত সোনার ওজন ৩০কেজি এবং আনুমানিক বাজার মূল্য ১৪কোটি টাকা বলে জানিয়েছন বিজিবি কর্মকর্তা ইমাম লে. কর্নেল ইমাম বলেন, আটক সোনাগুলো ট্রেজারিতে জমা দেয়া হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়েছে। 


আল মামুন সোহাগ

 চুয়াডাঙ্গা প্রতিনিধি

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here