চুয়াডাঙ্গায় ৪০৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গাঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেনসিডিলসহ কালাম আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত কালাম আলী দামুড়হুদা উপজেলার মুন্সিপাড়া গ্রামের মৃত ফকির মোহাম্মদের ছেলে।
সিপিসি-২, ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার চাঁদপুর গ্রাম থেকে ৪০৫ বোতল ফেনসিডিলসহ কালাম আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর ও তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।