ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চৌগাছা থানার বিতর্কিত ওসি পায়েল সাময়িক বরখাস্ত

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে।

 

যশোরের চৌগাছা থানার বিতর্কিত ওসি পায়েল হোসেনকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী।

এর আগে, তার বিরুদ্ধে থানার প্রাচীরের মধ্যে নিজ বাংলোতে টর্চার সেল পরিচালনা, ঘুষ, রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি এবং নারী কেলেঙ্কারির মতো নানা অভিযোগ উঠেছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে গত রোববার (২৯ ডিসেম্বর) তাকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়। একই সাথে, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ।

তদন্ত চলাকালীন, পুলিশ হেডকোয়াটার্স থেকে প্রেরিত এক আদেশে রোববার (৫ জানুয়ারি) পায়েল হোসেনকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ওসি পায়েলের বিরুদ্ধে গঠন হওয়া তদন্ত কমিটির কার্যক্রম এখনো চলমান। প্রতিবেদন জমা দেয়ার পর সত্যতা মিললে বিভাগীয় মামলা করা হবে এবং চাকুরির বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত সেপ্টেম্বর মাসে পায়েল হোসেন ঢাকার রমনা থানা থেকে বদলি হয়ে যশোরের চৌগাছা থানার ওসির দায়িত্ব গ্রহণ করেছিলেন। থানায় যোগদানের পর থেকেই তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে পুলিশ লাইনে ক্লোজড করে তদন্ত কমিটি গঠন করা হয়।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

চৌগাছা থানার বিতর্কিত ওসি পায়েল সাময়িক বরখাস্ত

Update Time : ০৮:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

 

যশোরের চৌগাছা থানার বিতর্কিত ওসি পায়েল হোসেনকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী।

এর আগে, তার বিরুদ্ধে থানার প্রাচীরের মধ্যে নিজ বাংলোতে টর্চার সেল পরিচালনা, ঘুষ, রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি এবং নারী কেলেঙ্কারির মতো নানা অভিযোগ উঠেছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে গত রোববার (২৯ ডিসেম্বর) তাকে যশোর পুলিশ লাইনে ক্লোজড করা হয়। একই সাথে, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ।

তদন্ত চলাকালীন, পুলিশ হেডকোয়াটার্স থেকে প্রেরিত এক আদেশে রোববার (৫ জানুয়ারি) পায়েল হোসেনকে সাময়িক বরখাস্ত করে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ওসি পায়েলের বিরুদ্ধে গঠন হওয়া তদন্ত কমিটির কার্যক্রম এখনো চলমান। প্রতিবেদন জমা দেয়ার পর সত্যতা মিললে বিভাগীয় মামলা করা হবে এবং চাকুরির বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত সেপ্টেম্বর মাসে পায়েল হোসেন ঢাকার রমনা থানা থেকে বদলি হয়ে যশোরের চৌগাছা থানার ওসির দায়িত্ব গ্রহণ করেছিলেন। থানায় যোগদানের পর থেকেই তার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে পুলিশ লাইনে ক্লোজড করে তদন্ত কমিটি গঠন করা হয়।

সবুজদেশ/এসইউ