ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ছবিতে দেখুন: গ্রামের প্রাকৃতিক দৃশ্য ও বিল-বাওড়

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

সবুজ-শ্যামল আমাদের এই দেশ। চারিদিকে সবুজের সমারোহ। অপরূপ বৈচিত্র্যের আধার আমাদের গ্রামবাংলা। গ্রামবাংলার মাঠে-ঘাটে ছড়িয়ে আছে অপার সৌন্দর্য। চোখ মেলে তাকালেই হৃদয় জুড়িয়ে যায়। সময় পেলে ঘুরে আসুন সবুজ-শ্যামল গ্রামবাংলায়।

নদী, বিল-বাওড় ঘুরে ছবিগুলো তুলেছেন সবুজদেশ নিউজ ডটকমের বার্তা প্রধান শাহরিয়ার আলম সোহাগ

চারপাশে বিল। মাঝখান দিয়ে বয়ে গেছে নদী।
বিল আর নদীর পানিতে একাকার।
বিলের স্রোতমুখে ছবি তোলার জন্য এক যুবকের অপেক্ষা।
কোন রাস্তা নেই বিলের মাঝখানে একটা ব্রীজ।
বর্ষায় মাছ ধরার সময় বিলে দেওয়া হয় বাঁধ।
গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে নদী।
মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি ফিরছে এক বৃদ্ধ।
বিলের পানি আর সবুজ বন এ যেন মিলে মিশে একাকার।
বিলের পানিতে ডুঙায় বসে মাছ ধরার দৃশ্য।
বিলের মাঝখান দিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে নদী।
মাছ ধরার জন্য নদীর মাঝখানে জাল ফেলার একটি কৌশল।
দুই পাশে সবুজ ফসলের ক্ষেত। মাঝখান দিয়ে বয়ে গেছে নদী।
নদী ও বিল ঘুরাতে ভ্রমণ পিপাসুদের অপেক্ষায় মাঝি।

ছবিগুলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম নাটোপাড়া এলাকা থেকে তোলা। গ্রামের চারপাশেই বিল-বাওড় আর নদী। এখানে দুই নদীর (ফটকি ও বেগবতি) মোহনা ও বিলের পানির এক মহামিলন। প্রাকৃতিক দৃশ্য যারা ভালোবাসেন যেতে পারেন।

কিভাবে যাবেনঃ কালীগঞ্জ থেকে নিজস্ব মোটরসাইকেল অথবা ইজিবাইক বা শ্যালো ইঞ্জিন চালিত যানবাহনে যেতে পারবেন। ইজিবাইক বা শ্যালো ইঞ্জিন চালিত যানবাহনে গেলে জনপ্রতি আসা-যাওয়া ১০০ টাকার মতো খরচ হবে।

স্থান চেনার উপায়ঃ কালীগঞ্জ শহর থেকে পূর্ব দিকে নাটোপাড়া গ্রামের অবস্থান। কালীগঞ্জ থেকে কোলাবাজার হয়ে নতুনবাজার থেকে বায়ে যাবেন। এরপর একটি ব্রীজ পার হয়ে ডান দিকে মোড় নিয়ে পিচ রাস্তা ধরে সোজা চলে যাবেন । যেতে যেতে একটি বড় ব্রীজ চোখে পড়বে। ব্রীজের এক পাশে নাটোপাড়া বাজার।

নৌকায় যেভাবে ঘুরবেনঃ নৌকায় ঘুরতে হলে জনপ্রতি ১০০ টাকার মতো খরচ হবে (কম-বেশি হতে পারে)। ব্রীজের নিচ থেকেই নৌকায় চড়তে পারবেন। নাটোপাড়া বাজারে গেলেই নৌকৈার মাঝির সন্ধান মিলবে।

Tag :

About Author Information
Update Time : ১২:৪০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০
২৪৪৮ Time View

ছবিতে দেখুন: গ্রামের প্রাকৃতিক দৃশ্য ও বিল-বাওড়

Update Time : ১২:৪০:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০

সবুজদেশ ডেস্কঃ

সবুজ-শ্যামল আমাদের এই দেশ। চারিদিকে সবুজের সমারোহ। অপরূপ বৈচিত্র্যের আধার আমাদের গ্রামবাংলা। গ্রামবাংলার মাঠে-ঘাটে ছড়িয়ে আছে অপার সৌন্দর্য। চোখ মেলে তাকালেই হৃদয় জুড়িয়ে যায়। সময় পেলে ঘুরে আসুন সবুজ-শ্যামল গ্রামবাংলায়।

নদী, বিল-বাওড় ঘুরে ছবিগুলো তুলেছেন সবুজদেশ নিউজ ডটকমের বার্তা প্রধান শাহরিয়ার আলম সোহাগ

চারপাশে বিল। মাঝখান দিয়ে বয়ে গেছে নদী।
বিল আর নদীর পানিতে একাকার।
বিলের স্রোতমুখে ছবি তোলার জন্য এক যুবকের অপেক্ষা।
কোন রাস্তা নেই বিলের মাঝখানে একটা ব্রীজ।
বর্ষায় মাছ ধরার সময় বিলে দেওয়া হয় বাঁধ।
গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে নদী।
মাঠ থেকে ঘাস নিয়ে বাড়ি ফিরছে এক বৃদ্ধ।
বিলের পানি আর সবুজ বন এ যেন মিলে মিশে একাকার।
বিলের পানিতে ডুঙায় বসে মাছ ধরার দৃশ্য।
বিলের মাঝখান দিয়ে এঁকেবেঁকে বয়ে গেছে নদী।
মাছ ধরার জন্য নদীর মাঝখানে জাল ফেলার একটি কৌশল।
দুই পাশে সবুজ ফসলের ক্ষেত। মাঝখান দিয়ে বয়ে গেছে নদী।
নদী ও বিল ঘুরাতে ভ্রমণ পিপাসুদের অপেক্ষায় মাঝি।

ছবিগুলো ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম নাটোপাড়া এলাকা থেকে তোলা। গ্রামের চারপাশেই বিল-বাওড় আর নদী। এখানে দুই নদীর (ফটকি ও বেগবতি) মোহনা ও বিলের পানির এক মহামিলন। প্রাকৃতিক দৃশ্য যারা ভালোবাসেন যেতে পারেন।

কিভাবে যাবেনঃ কালীগঞ্জ থেকে নিজস্ব মোটরসাইকেল অথবা ইজিবাইক বা শ্যালো ইঞ্জিন চালিত যানবাহনে যেতে পারবেন। ইজিবাইক বা শ্যালো ইঞ্জিন চালিত যানবাহনে গেলে জনপ্রতি আসা-যাওয়া ১০০ টাকার মতো খরচ হবে।

স্থান চেনার উপায়ঃ কালীগঞ্জ শহর থেকে পূর্ব দিকে নাটোপাড়া গ্রামের অবস্থান। কালীগঞ্জ থেকে কোলাবাজার হয়ে নতুনবাজার থেকে বায়ে যাবেন। এরপর একটি ব্রীজ পার হয়ে ডান দিকে মোড় নিয়ে পিচ রাস্তা ধরে সোজা চলে যাবেন । যেতে যেতে একটি বড় ব্রীজ চোখে পড়বে। ব্রীজের এক পাশে নাটোপাড়া বাজার।

নৌকায় যেভাবে ঘুরবেনঃ নৌকায় ঘুরতে হলে জনপ্রতি ১০০ টাকার মতো খরচ হবে (কম-বেশি হতে পারে)। ব্রীজের নিচ থেকেই নৌকায় চড়তে পারবেন। নাটোপাড়া বাজারে গেলেই নৌকৈার মাঝির সন্ধান মিলবে।