নদীতে জাল ফেলে মাছ ধরছেন এক শিকারী। ছবিটি কালীগঞ্জ উপজেলার কালুখালী এলাকা থেকে তোলা।

সবুজদেশ ডেস্কঃ

বর্ষায় নদী-নালা, হাওর ও খাল-বিলে এখন নতুন পানি। এই সময়ে খাল-বিলে মাছও ধরা পড়ে বেশ। বিল-বাওড় ও নদী এলাকার মত্স্যশিকারিরা এখন মাছ ধরতে ব্যস্ত।

বিভিন্ন এলাকা ঘুরে মাছ শিকারের ছবিগুলো তুলেছেন সবুজদেশ নিউজ ডটকমের বার্তা প্রধান শাহরিয়ার আলম সোহাগ।

ডুঙায় করে বিলে মাছ শিকার। ছবিটি কালীগঞ্জ উপজেলার বামনের বিল থেকে তোলা।
শিশুরা বাড়ির পাশের বিলে মশারী টেনে মাছ শিকারে ব্যস্ত। ছবিটি কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া এলাকা থেকে তোলা।
বর্ষি দিয়ে মাছ শিকারে ব্যস্ত গ্রামের মানুষেরা। ছবিটি কালীগঞ্জ উপজেলার কুল্টিখালী এলাকা থেকে তোলা।
খালে জাল ফেলে মাছ ধরছেন এক শিকারী। ছবিটি কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া এলাকা থেকে তোলা।
শিশুরা বাড়ির পাশের বিলে মশারী টেনে মাছ শিকারে ব্যস্ত। ছবিটি কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া এলাকা থেকে তোলা।
ঠেলা জাল দিয়ে মাছ ধরছে দুই শিশু। ছবিটি কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামের মাঠ থেকে তেলা।
শিশুরা বাড়ির পাশের বিলে মশারী টেনে মাছ শিকার। ছবিটি কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া এলাকা থেকে তোলা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here