ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
শৃঙ্খলা ভঙ্গ:

ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা বহিষ্কার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে।

 

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে বহিষ্কার করা হয়েছে।  

শুক্রবার (২৪ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, শৃঙ্খলা ভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অধিকতর তদন্তপূর্বক স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন।

শুক্রবার ভোরে রাজধানীর নিউমার্কেট থানা থেকে এক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলার ঘটনা ঘটে। ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীর হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ পাঁচজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। এ ঘটনার পরই কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত এলো। তবে এই হামলার ঘটনায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

শৃঙ্খলা ভঙ্গ:

ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতা বহিষ্কার

Update Time : ০৮:২৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

 

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে বহিষ্কার করা হয়েছে।  

শুক্রবার (২৪ জানুয়ারি) ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, শৃঙ্খলা ভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অধিকতর তদন্তপূর্বক স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন।

শুক্রবার ভোরে রাজধানীর নিউমার্কেট থানা থেকে এক ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলার ঘটনা ঘটে। ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীর হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ পাঁচজন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। এ ঘটনার পরই কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত এলো। তবে এই হামলার ঘটনায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

সবুজদেশ/এসইউ