সবুজদেশ ডেক্সঃ সংসদে বিরোধী দল থাকুক, জনগণ তা চায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের প্রথম সভা শেষে এ মন্তব্য করেন তিনি।

জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে থাকবে বলে জানিয়ে রাঙ্গা বলেন, জাপা মহাজোটে ছিল, আছে, থাকবে। এসময় তিনি দাবি করেন, জনগণ চায় না বিরোধী দল সংসদে থাকুক।মসিউর রহমান রাঙ্গা বলেন, ৩০০ আসনের মধ্যে ২৮৮টি আসন মহাজোট পেয়েছে। ২৮৮টিতেই মানুষ ভোট দিয়েছে মহাজোটের পক্ষে। সুতরাং আপনাদের ধরে নিতে হবে মানুষ বড় ধরনের কোনো বিরোধী দল চায় না।

মানুষ সরকারের ওপর সন্তুষ্ট বলেই মহাজোটকে একচেটিয়া ভোট দিয়েছে বলেও উল্লেখ করেন জাপা মহাসচিব আরও বলেন, সরকার বা বিরোধী দল কোথাও থাকতে আমাদের আপত্তি নেই। আমাদের সংসদ সদস্যদের সিদ্ধান্ত এলাকার উন্নয়নের জন্য সবাই মহাজোটে থাকতে আগ্রহী।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here