জমি নিয়ে বিরোধ, ধাক্কায় জ্ঞান হারিয়ে একজনের মৃত্যু
কুষ্টিয়াঃ
কুষ্টিয়ার দৌলতপুরে ভবানী দাস (৪০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে উপজেলার পিয়াপুর ইউনিয়নের পিয়ারপুর দাসপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রোববার রাত ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিবেশী সুমা দাস ও জিতেন দাসের সাথে ভবানী দাসের কথা কাটকাটি হয়। এক পর্যায়ে সুমা দাস ও জিতেন দাস ক্ষুব্ধ হয়ে ভবানী দাসকে ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভবানী দাসকে মৃত ঘোষনা করেন।
নিহত ভবানী দাস উপজেলার পিয়াপুর ইউনিয়নের পিয়ারপুর দাসপাড়া গ্রামের বাসিন্দা।
দৌলতপুর থানার ওসি এস এম আরিফুর রহমান বলেন, এটা হত্যা কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন হয়েছে।