জাপানের ‘টাউন অব ফটোগ্রাফি’ খ্যাত হিগাশিকাওয়ায় আলোকচিত্রের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় কিশোরী রাইসা ফারিয়া হিয়া। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বসবাসরত এই কিশোরী ক্যানবেরা হাইস্কুল থেকে তিন সদস্যের একটি দলের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়।

১৯৮৫ সালে হিগাশিকাওয়াকে টাউন অব ফটোগ্রাফি হিসেবে ঘোষণা করার পর চতুর্থবারের মতো দেশটিতে এ আন্তর্জাতিক হাইস্কুল শিক্ষার্থীদের ছবির উৎসব অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতায় বিশ্বের ১৮টি দেশের হাইস্কুল শিক্ষার্থীসহ স্থানীয় ৩টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। পাঁচ দিনব্যাপী এ উৎসবে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তাদের আলোকচিত্র প্রদর্শন করে।

উৎসবে বিভিন্ন ক্যাটাগরির পাঁচটি পুরস্কার জন্য লড়েছে শিক্ষার্থীরা। এর মধ্যে সর্বোচ্চ অনলাইন ভোট পেয়ে বিশেষ পুরস্কার পায় হিয়া ও তার দল। তারা ক্যানবেরার প্রকৃতির স্থিরচিত্র প্রদর্শনী করে অনলাইনে জনগণের পছন্দে এ পুরস্কার পায়। তার দলের অন্যান্য সদস্যরা হলো জেসলিন মালহোত্রা ও জি ইয়ুন বায়েক। রাইসা ফারিয়া হিয়ার মা আলফা আরজু বাংলাদেশে সাংবাদিকতা পেশায় নিযুক্ত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here