শিরোনাম:
ঝিনাইদহসহ ৬ জেলায় নতুন এডিসি
সবুজদেশ ডেক্সঃ ছয় জেলায় ছয়জন নতুন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবদুল হাই মিলটনকে গাইবান্ধা, ঢাকা ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর কবিরকে পঞ্চগড়, খুলনা যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো. সাদেকুর রহমানকে ঝিনাইদহ, মানিকগঞ্জ সাটুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার নাহিদ ফারজানা সিদ্দিকীকে পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার সোহেল রহমানকে ভোলা, ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক মো. বাকাহীদ হোসেনকে নড়াইলে বদলি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, এই কর্মকর্তারা আগামী ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় ওইদিন বিকেলে অবমুক্ত বলে গণ্য হবেন। একই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসকদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেয়া হয়েছে।
Tag :