ঝিনাইদহের উন্নয়নে সকলের সহযোগীতা চাইলেন নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ
ঝিনাইদহ প্রতিনিধি-
স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ উপলক্ষে ঝিনাইদহে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে এসময় বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক ও সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ উদযাপন উপলক্ষে ঝিনাইদহে ২০ থেকে ২৫ মার্চ বিশেষ সেবা সপ্তাহ পালন করা হবে। এ উপলক্ষে অনুষ্ঠিত হবে র্যালী, আলোচনা সভা, লাঠিখেলা, পালাগানসহ নানা কর্মসূচী। এছাড়াও মঙ্গলবার থেকে প্রতিটি সরকারি দপ্তরে বিশেষ সেবা চালু করা হয়েছে বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। সংবাদ সম্মেলন থেকে নবাগত জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জেলার উন্নয়নে সাংবাদিকসহ সকলের সহযোগীতা কামনা করেন