ঝিনাইদহের কালীগঞ্জে ১২ শতাধিক মটর সাইকেল বহরে এমপি আনারের নৌকা প্রতিকে নির্বাচনী শো-ডাউন
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহের কালীগঞ্জে একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের পক্ষে নৌকা প্রতিকে গণসংযোগে মটর সাইকেল শো-ডাউন করেছে। শুক্রবার বিকালে প্রায় ১২/১৩ শতাধিক মটর সাইকেলের শোভাযাত্রা নিয়ে কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মী সমর্থকরা শহরের ভূষণ রোডস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে শোডাউনটি বের করে। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফের নেতৃত্বে মোটরসাইকেল শো-ডাউন বের হয়ে নলডাঙ্গা,জামাল, কোলা, নিয়ামতপুর,মালিয়াট, রায়গ্রাম ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌরসভা প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন,সাবেক ছাত্রলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল, পৌর-আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাছুদুর রহমান মন্টু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিবলী নোমানী, ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন, আযুব হোসেন, রাজু আহম্মেদ রনি লস্কর, আলী হোসেন অপু, আবুল কালাম আজাদ, মহিদুল ইসলাম মন্টু, নজরুল ইসলাম ছানা, নাছির উদ্দীন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্র্রাপ্ত) আনিচুর রহমান মিঠু মালিতা, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজল, কালীগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রজব আলী মন্টু, দপ্তর সম্পাদক বাবুল আক্তারসহ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ শিপন আহমেদ
স্টাপ রিপোটার, ঝিনাইদহ