ঝিনাইদহের দুই উপজেলা নির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা
ঝিনাইদহঃ
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের অংশ হিসেবে আগামী ১৪ অক্টোবর দেশের আটটি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবারের যৌথসভায় এ উপজেলায় দলীয় একক প্রার্থী চূড়ান্ত করা হয়। ঝিনাইদহের মহেশপুরে উপজেলায় আওয়ামী লীগ মনোনীদ চেয়ারম্যান প্রার্থী হলেন ময়জদ্দীন হামীদ ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেন মোছাঃ শরিফুন্নেছা (মিকি) ।