সবুজদেশ ডেক্সঃ যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানার ভৈরব নদের ব্রিজের নিচ থেকে একটি হাত উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরের দিকে হাতটি উদ্ধারের পর সেটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। উদ্ধার হওয়া হাতটি একজন ক্যান্সারের রোগীর বলে পুলিশ নিশ্চিত হয়েছে।

যশোর কোতোয়ালি থানার এসআই খালিদুর রহমান জানিয়েছেন, শহরের বেসরকারি ইউনিক হাসপাতালে ভর্তি ছিলেন ক্যান্সারে আক্রান্ত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বর্মনদা গ্রামের নিরঞ্জন কুমারের ছেলে অনুপ কুমার (২০)। মঙ্গলবার রাতে অপারেশনের মাধ্যমে তার হাতটি কেটে ভৈরব নদে ফেলে দেয় সংশ্লিষ্টরা। বুধবার সকালে হাতটি দেখে উৎসুক মানুষ সেখানে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে খবর পৌঁছে পুলিশের কাছে। পুলিশ লাশ উদ্ধারের পাশাপাশি শরীরের অবশিষ্ট অংশ খুঁজতে থাকে। পরে পুলিশ জানতে পারে ইউনিক হাসপাতালে ডা. মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে হাতটি কেটে ফেলার পর সংশ্লিষ্টরা সেখানে ফেলে রেখেছেন।

এসআই খালিদুর রহমান আরও জানিয়েছেন, এভাবে কোন রোগীর হাত কেটে প্রকাশ্যে ফেলে রাখা অপরাধ। তাই প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here