শিরোনাম:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক চাপায় নিহত ১
ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিমল রায়ের (৬৫) বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চতুড়িয়া গ্রামে। শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) মো.কামাল হোসেন ঝিনাইদহের চোখকে জানান, সকালে বাড়ি থেকে বেরিয়ে বাইসাইকেলে করে লাঙ্গলবাঁধ বাজারে যাচ্ছিলেন পরিমল। পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকসহ এর চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া ভোরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর এলাকায় একটি ডিম বোঝাই পিকআপ ভ্যান খাদে পড়ে তিনজন আহত হয়েছেন বলে পরিদর্শক কামাল জানান।
Tag :