শিরোনাম:
ঝিনাইদহের হরিণাকুন্ডে তোয়াজ উদ্দিন, ৬২, নাামের এক বাওড় কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের পরিচয়, সে একই উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মান্দিয়া গ্রামের দরাপ আলী মন্ডলের ছেলে। হরিণাকুন্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আসাদুজ্জামান জানান, নিহত তোয়াজ উদ্দীন মান্দিয়া গ্রামের বাওড় দেখাশুনার কাজ করতো। সেই সাথে একই গ্রামের ভ’মিহীন এলাকায় দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকতো। বাওড়ের বান্দলে মাছ ধওে তার জীবিকা নির্বাহ করতো। আজ রাতে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয় কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। আমরা এলাকাবাসী সূত্রে থবর পেয়ে এসে লাশ উদ্ধার করি।
Tag :