সবুজদেশ ডেক্সঃ  ‘টেকসই উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে দুর্নীতি বিরোধী র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পালন করা হয় মানববন্ধন কর্মসূচী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাস (সার্বিক) আরিফ-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা। পরে সেখানে চত্বরে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর ও কার্টুণ প্রর্দশন করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here