শিরোনাম:
ঝিনাইদহে ইজিবাইক চাপায় শিশু নিহত
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহে ইজিবাইক চাপায় সাব্বির হোসেন (৯) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে পূর্বকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত সাব্বির হোসেন পূর্বকৃষ্ণপুর গ্রামের ডাবলু মন্ডলেরর ছেলে।
ওসি এমদাদুল হক শেখ জানান, মঙ্গলবার সকালে শিশু সাব্বির বাড়ির পাশের রাস্তায় খেলা করছিলো। এ সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
Tag :