সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহের কালীগঞ্জে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি পরবর্তী খরিপ-১ মৌসুমে কৃষকদের মাঝে বিনা মূল্যে মুগডাল, তিলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা। উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রেজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, উপজেলা বিআরডিবি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কৃষি অফিসার সম্প্রসার হুমায়ন কবির আকাশ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৭৫০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি মুগডাল বীজ, ১০ কেজি বিএপি, ৫ কেজি পটাশ সার এবং ৫০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি তিল, ২০ কেজি বিএপি ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here