ঝিনাইদহে গুলিবিদ্ধ অবস্থায় ধর্ষন মামলার আসামী গ্রেফতার
ঝিনাইদহঃ
ঝিনাইদহে ৭ম শ্রেণীর স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামী বাদশাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার খাজুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষক বাদশা খাজুরা এলাকার মনতেজ হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ধর্ষণ মামলার প্রধান আসামী বাদশা খাজুরা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাদশা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে। এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে বাদশায় পায়ে গুলিবিদ্ধ হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, গত ঈদের দিন সন্ধ্যায় নির্যাতিতা পাশের বাড়িতে তার মাকে খুজতে বের হয়। এ সময় বাদশা ও তার সহযোগিতার তাকে মুখ বেঁধে তুলে নিয়ে ধর্ষন করে পাশবর্তী আবাসন প্রকল্পে ফেলে রেখে যায়। এ ঘটনায় নির্যাততার পালিত পিতা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে।