ঝিনাইদহে ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে বিলকিস বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত বিলকিস বেগম উপজেলার যুগনী গ্রামের তারিকুল জোয়ার্দারের স্ত্রী।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাতিজী তানিয়া খাতুন জানান, বিলকিস বেগম নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে বিছানার ওপর উঠে একটি বিষধর সাপ তার কানে কাপড় দেয়। এ সময় তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।