নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের সদর উপজেলার সাধুহাটি গ্রামে, শষ্য বীজ বাজারজাতকারী কোম্পানী জাফর সীড কোম্পানির উদ্যোগে মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার দিনব্যাপি কৃষক মগরেব আলীর ফুলকপির ক্ষেতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষজ্ঞরা বিভিন্ন শষ্যক্ষেত পরিদর্শন করে কৃষকদের উপকারী পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাফর সীড কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সিনিঃ কর্মকর্তা মহিদুল ইসলাম, তোহিদুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান, মালিথা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কাশেম মালিথা , জাহিদ বীজ ভান্ডারের স্বত্বাধিকারী জাহিদ হোসেনসহ কোম্পানীর স্থানীয় ডিলার ও কৃষকেরা।

কৃষকেরা জানায়, এই কোম্পানীর হাইব্রীড ফুলকপি সিলভার ক্রাউন-৬০ ও টমেটো সুমাইয়া -এর বীজ ক্রয় করে আমরা ভালো ফসল পেয়েছি, আমরা চাই তারা এভাবেই আস্থার সাথে আমাদের ভালোমানের বীজ সরবারহ অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে জাফর সীড কোম্পানীর পক্ষ থেকে হাইব্রীড ফুলকপি, টমেটোর বীজ ক্রয় করে সফল হওয়া কৃষকদেরকে কোম্পানীর পক্ষ থেকে স্প্রে মেশিন উপহার দেওয়া হয়

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here