শিরোনাম:
ঝিনাইদহে ট্রাক চালককে কুপিয়ে হত্যা
সবুজদেম ডেক্সঃ ঝিনাইদহ সদরের যাদবপুর দক্ষিণপাড়া গ্রামে মনিরুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহসীন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মনিরুল দক্ষিণপাড়া গ্রামে গ্রামের নাজির বিশ্বাসের ছেলে। সে পেশায় ট্রাক চালক।
ওসি মহসীন হোসেন জানান, মনিরুল বাড়ির পাশের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এসময় কে বা কারা তাকে ডেকে পাশের মাঠে নিয়ে কোপায়। এসময় মনিরুলের চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতালে রাখা হয়েছে।
Tag :