ঝিনাইদহে বিশ্ব শান্তি দিবস পালিত
ঝিনাইদহঃ
ঝিনাইদহে বিশ্ব শান্তি দিবস পালিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা স্কাউট ভবনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা স্কাউটস এর কমিশনার আবু বক্কর সিদ্দিক, সম্পাদক মহিউদ্দিন, মুক্ত স্কাউটস এর সভাপতি মুন্সী আবু জাফরসহ অন্যান্যরা।
এসময় বক্তারা, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য স্কাউট সদস্যসহ সকলকে একসাথে কাজ করার আহবান জানান।