সবুজদেশ ডেক্সঃ অসময়ের টানা বর্ষণে ঝিনাইদহের ৬টি উপজেলায় ইটভাটায় ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে জেলায় কয়েক কোটি টাকার ইট নষ্ট হয়েছে।

জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মাহমুদুর রহমান ফোটন জানান, ইট তৈরির ভরা মৌসুম চলছে। ইট ভাটাগুলোর লাখ লাখ কাঁচা ইট খোলা আকাশের নিচেই শুকানো হচ্ছিল। বিপুল পরিমাণে শুকানো কাঁচা ইট খোলা আকাশের নিচে সাজানো অবস্থায় ছিল। টানা বৃষ্টিতে এসব ইটের বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। প্রতিটি ভাটায় ইট নষ্ট হয়েছে।

তিনি আরও জানান, ঝিনাইদহ সদর উপজেলায় ২৯টি, শৈলকুপায় ২০টি, হরিণাকুন্ডুতে ১১টি, কালীগঞ্জে ১৯ টি, কোটচাঁদপুরে ৫টি এবং মহেশপুরে ২৩টি ইটভাটা আছে। প্রত্যেকটি ইট ভাটায় ৪ থেকে ৫ লক্ষাধিক কাঁচা ইট নষ্ট হয়েছে। জেলার ১০৭ টি ইট ভাটায় প্রায় ৬ কোটি টাকার কাঁচা ইট নষ্ট হয়েছে।

সদর উপজেলার কিংশুক ইট ভাটার ম্যানেজার মনিরুজ্জামান মনি বলেন, ‘তাদের দুটি ভাটায় প্রায় ২০ লাখ ইট বৃষ্টিতে নষ্ট হয়েছে। হাটগোপালপুর এলাকার এ আর বি ব্রিকস এর মালিক স্বপন মিয়া জানান, তাদের ভাটায় প্রায় ৭ লাখ কাঁচা ইট ছিল যা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এছাড়াও আবার নষ্ট ইট ফেলতে লেবার খরচ করতে হবে তাদের দেড় থেকে দুই লাখ টাকা। এতে করে তাদের গড়ে প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ঝিনাইদহ নাহার ব্রিকসের ম্যানেজার রওশন জানান, ভাটা মালিকরা এই সময় ইট কাটিয়ে থাকেন। ইট ভাটা গুলোতে পর্যাপ্ত ইট ছিল। বৃষ্টিতে তাদের ভাটায় কমপক্ষে চার লক্ষাধিক কাঁচা ইট নষ্ট হয়েছে।

ঝিনাইদহ জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম জানান, হঠাৎ বৃষ্টিতে জেলার মোট ইট ভাটায় প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেকে আছেন যারা ঋণ নিয়ে ভাটা পরিচালনা করেন। এতে তারা বড় ধরণের ক্ষতির মুখে পড়েছেন। তাদের পক্ষে এই ক্ষতি সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়বে বলেও তিনি জানান।শেয়ার করুন

  1. 4 পড়া হয়েছে

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here