ঢাকা ১২:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে মসজিদে ফতোয়া দেওয়া নিয়ে সংঘর্ষ , আহত ১০

ছবি প্রতিনিধি-

 

ঝিনাইদহের শৈলকুপায় মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে আবারো দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেসময় ভাংচুর করা হয়েছে অন্তত ৩০ টি বাড়িঘর। বাড়িতে দেওয়া হয়েছে আগুন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার সাতগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানে গান বাজানোয় শুক্রবার জুম্মার নামাজে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা গান-বাজনা বাজানো হারাম বলে ফতোয়া দেওয়ার সময়  কাশেম মোল্লা বাঁধা দেয়। সেসময় মসজিদের মধ্যেই দুটি গ্রুপের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে বিকেলে হাকিম মোল্লা  ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়।

এরই জের ধরে শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর করা হয় অন্তত ৩০ টি বাড়ীঘর। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান জানান, হুজুরের ফতুয়া দেওয়া কে কেন্দ্র করে দুই দল গ্রাম বাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
About Author Information

ঝিনাইদহে মসজিদে ফতোয়া দেওয়া নিয়ে সংঘর্ষ , আহত ১০

Update Time : ০৫:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

 

ঝিনাইদহের শৈলকুপায় মুয়াজ্জিনের ফতোয়া দেওয়াকে কেন্দ্র করে আবারো দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেসময় ভাংচুর করা হয়েছে অন্তত ৩০ টি বাড়িঘর। বাড়িতে দেওয়া হয়েছে আগুন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় উপজেলার সাতগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতগাছী গ্রামের কাশেম মোল্লার ছেলের সুন্নতে খৎনার অনুষ্ঠানে গান বাজানোয় শুক্রবার জুম্মার নামাজে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ইমাম হাকিম মোল্লা গান-বাজনা বাজানো হারাম বলে ফতোয়া দেওয়ার সময়  কাশেম মোল্লা বাঁধা দেয়। সেসময় মসজিদের মধ্যেই দুটি গ্রুপের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে বিকেলে হাকিম মোল্লা  ও কাশেম মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়।

এরই জের ধরে শনিবার সকাল থেকে উভয় পক্ষের লোকজন আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে। ভাংচুর করা হয় অন্তত ৩০ টি বাড়ীঘর। আগুন ধরিয়ে দেওয়া হয় একটি বাড়িতে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান জানান, হুজুরের ফতুয়া দেওয়া কে কেন্দ্র করে দুই দল গ্রাম বাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সবুজদেশ/এসইউ