ঝিনাইদহে মেশিনে হাতকাটা পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহঃ
ঝিনাইদহে জুটমিলে মেশিনে কাজ করার সময় হাতকাটা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম হিলু মণ্ডল (৫০)।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার বিসিক শিল্পনগরীতে এ ঘটনা ঘটে।
নিহত হিলু মণ্ডল ঝিনাইদহ সদর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আফজাল মণ্ডলের ছেলে। তিনি শিল্পনগরীর জামান জুট ডাইভারসড মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, সকালে হিলু মণ্ডল এয়ার মেশিন পরিষ্কার করছিলেন। এ সময় তার বাম হাত মেশিনের মধ্যে ঢুকে গেলে গুরুতর আহত হন।
তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন থেকে সকাল ৯টার দিকে মারা যান হিলু মণ্ডল।
তবে শ্রমিকরা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষের অবহেলার কারণে দুর্ঘটনা ও প্রাণহানির এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন ভুক্তভোগীরা।