ঝিনাইদহে স্কুলছাত্রীর আত্মহত্যা
সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের এসএসসি পরীক্ষার্থী পৃতি রানী ঘোষ টেস্টে ফেল করায় আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ি গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পৃতি রানী ঘোষ বিষয়খালী গ্রামের প্রদীপ ঘোষের মেয়ে। এর আগে স্কুল থেকে জানিয়ে দেওয়া হয়েছিল টেস্ট পরীক্ষার ফেল করলে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা দিতে পারবে না।
আজ দুপুরে টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করে ঝিনাইদহের বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের। পরীক্ষায় অংক বিষয়ে ফেল করে এসএসসি পরীক্ষার্থী পৃতি রানী ঘোষ।
শহীদ মোস্তফা স্কুল এন্ড কলেজের প্রধান শিক নুরুল ইসলাম জানান, খবরটি শুনে আমি খুবই ব্যাথিত হয়েছি। তিনি বলেন, বোর্ডের নির্দেশনা আছে কেউ ফেল করলে এসএসসি পরীক্ষা দিতে পারবে না। প্রধান শিক্ষক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
মোঃ শিপন আহমেদ
ঝিনাইদহ জেলা প্রতিনিধি