ঝিনাইদহে হত্যা মামলায় স্ত্রী ও পুত্রবধূ আটক
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে হত্যা মামলায় নিহতের স্ত্রী ও পুত্রবধূ কে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ।
জানা গেছে, রবিবার রাতে উপজেলার খড়ে মান্দারতলা গ্রামের মৃত মজিবর মোল্লার ছেলে আব্দুল আজিজ মোল্লা (৬৫) কে তার স্ত্রী রোকেয়া খাতুন ও পুত্রবধূ আখি খাতুন(২৭) পারিবারিক কলহে তাকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সোমবার নিহতের ভাই নজরুল ইসালাম বাদী হয়ে নিহতের স্ত্রী রোকেয়া বেগম ও পুত্রবধূ আখি খাতুনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে থানায় মামলা করেন। যার নং-৩৪, তারিখ ১৬/৯/১৯ইং। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা বউ-শ্বাশুড়িকে অবশেষে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই নিরব জানায়, ঘটনার বিস্তারিত কিছু জানা যায়নি তবে তিনি বলেছেন নিহতের ছেলে হোসেন আলী দীর্ঘদিন ঢাকায় থাকে। তার স্ত্রী গ্রামে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়লে শ্বশুর মজিবর মোল্লার সাথে ঝগড়া হয়। এক পর্যায়ে বউ শ্বাশুড়ি মিলে তাকে আঘাত করে হত্যা করে।