ঝিনাইদহ সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
ঝিনাইদহঃ
‘পুলিশকে তথ্য দিন, সেবা নিন, নিরাপদ থাকুন” এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহ সদর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সদর থানার আয়োজনে সোমবার বিকালে থানা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সদর থানার ওসি মঈন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
তারা মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্য বিবাহসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ ব্যাপারে পুলিশ সুপার হাসানুজ্জামান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন। পাশাপাশি পুলিশকে সার্বিক বিষয়ে সহযোগীতা করার জন্যও আহবান জানান।