নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৯৯টি স্বর্ণের বার সহ ইব্রাহিম হোসেন নামে এক যুবককে আটক করেছে ৫৮ বিজিবি। শুক্রবার সকালে তাকে আটক করা হয়। যার আনুমানিক ওজন ১২ কেজি ৫৩০ গ্রাম। আটক ইব্রাহিম মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের বাসিন্দা।

মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহীন আজাদ প্রেস ব্রিফিংয়ে জানান, মহেশপুর সীমান্তের মাটিলা বিওপির টহল দল জুলুলী গ্রামের বটতলা এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে ইব্রাহিম হোসেন নামে এক মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করে। এ সময় তাকে তল্লাশী করে প্লাস্টিকের ব্যাগে থাকা টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১২ কেজি ৫৩০ গ্রাম ওজনের ৯৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম সোনার বারগুলো ঝিনাইদহ ভগ্নিপতি মোস্তফার বাসায় পৌঁছে দিতে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ভিডিও দেখুন…

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here