ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদেহ একটি পরিবার গত সাতদিন গৃহবন্দি, স্কুলে যেতে পারছে না সন্তানরা

Reporter Name

ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউপির পলিয়ানপুর গ্রামে ইয়ানুর রহমান নামের এক অসহায় ব্যক্তি গত ৭ দিন যাবত গৃহবন্ধি হয়ে পরিবার পরিবার পরিজন নিয়ে মহা বিপাকে পড়ে জীবন যাপন করছে।

ইয়ানুর ও তাদের পরিবারের নিকট থেকে জানা গেছে, কাজীরবেড় ইউপির পলিয়ানপুর মৌজার ৩৪৯৯ দাগের ১৪১৬ খতিয়ানের ১৩ শতক জমি ক্রয় করে নিজস্ব পথ বিহীন পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। ইয়ানুর নিজস্ব পথের জন্য অতি কষ্টে গ্রামের রহিমা খাতুন নামের এক মহিলার নিকট থেকে ২০১২ ইং সালে ঐ মৌজার ৩৪৯৮ দাগে ১৭ শতক জমির মধ্যে ৮২ পয়েন্ট জমি ক্রয় করে যাতায়াত করে আসছিল। যার দলিল নং ১৯৫২। বহি- নং- ১।

অপর দিকে প্রতিবেশী মৃত নজরুল ইসলামের পুত্র পলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম গ্রামের একই মালিকদের নিকট ঐ দাগে ১৬.১৮ জমি ক্রয় করে ভোগ দখল করছিল। ইতি মধ্যে জহুরুল ইসলাম মাষ্টার এবং ইয়ানুরদের মাঝে ঐ জমি কেন্দ্রীক দন্ধ হওয়ায় জহুরুল ইসলাম মাষ্টার গং সমুদয় জমি তার কাটার বেড়ার রেলিং দিয়ে ঘিরে রেখেছে। এতে ইয়ানুরের পরিবার গত ৭ দিন যাবত গৃহবন্ধি হয়ে বাড়ির ভিতর অতি কষ্টে পরিবার পরিজন নিয়ে অসহায় ভাবে জীবন যাপন করছে।

এব্যাপারে ইয়ানুর ও তাদের পরিবার স্হানীয় চেয়ারম্যান বরাবর মৌখিক ভাবে জানালেও আজ পর্যন্ত তার কোন সুরাহা হয়নি। এমতাস্হায় ইয়ানুরের ৯ম শ্রেনীতে পড়ুয়া কন্যা শরিফা খাতুন বাড়ি থেকে বাহিরে বের হতে না পেরে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে । এছাড়া তার লেখা পড়ার চরম ব্যঘাত ঘটছে।

বিষয়টি নিয়ে দুটি পরিবারের মাঝে চরম দন্ধ দেখা দিয়েছে। দ্রত সমাধান না হলে যে কোন মহুর্থে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। এব্যাপারে ইয়ানুরের পরিবার স্হানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে।

About Author Information
আপডেট সময় : ০৬:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯
৬২৯ Time View

ঝিনাইদেহ একটি পরিবার গত সাতদিন গৃহবন্দি, স্কুলে যেতে পারছে না সন্তানরা

আপডেট সময় : ০৬:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯

ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড় ইউপির পলিয়ানপুর গ্রামে ইয়ানুর রহমান নামের এক অসহায় ব্যক্তি গত ৭ দিন যাবত গৃহবন্ধি হয়ে পরিবার পরিবার পরিজন নিয়ে মহা বিপাকে পড়ে জীবন যাপন করছে।

ইয়ানুর ও তাদের পরিবারের নিকট থেকে জানা গেছে, কাজীরবেড় ইউপির পলিয়ানপুর মৌজার ৩৪৯৯ দাগের ১৪১৬ খতিয়ানের ১৩ শতক জমি ক্রয় করে নিজস্ব পথ বিহীন পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। ইয়ানুর নিজস্ব পথের জন্য অতি কষ্টে গ্রামের রহিমা খাতুন নামের এক মহিলার নিকট থেকে ২০১২ ইং সালে ঐ মৌজার ৩৪৯৮ দাগে ১৭ শতক জমির মধ্যে ৮২ পয়েন্ট জমি ক্রয় করে যাতায়াত করে আসছিল। যার দলিল নং ১৯৫২। বহি- নং- ১।

অপর দিকে প্রতিবেশী মৃত নজরুল ইসলামের পুত্র পলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম গ্রামের একই মালিকদের নিকট ঐ দাগে ১৬.১৮ জমি ক্রয় করে ভোগ দখল করছিল। ইতি মধ্যে জহুরুল ইসলাম মাষ্টার এবং ইয়ানুরদের মাঝে ঐ জমি কেন্দ্রীক দন্ধ হওয়ায় জহুরুল ইসলাম মাষ্টার গং সমুদয় জমি তার কাটার বেড়ার রেলিং দিয়ে ঘিরে রেখেছে। এতে ইয়ানুরের পরিবার গত ৭ দিন যাবত গৃহবন্ধি হয়ে বাড়ির ভিতর অতি কষ্টে পরিবার পরিজন নিয়ে অসহায় ভাবে জীবন যাপন করছে।

এব্যাপারে ইয়ানুর ও তাদের পরিবার স্হানীয় চেয়ারম্যান বরাবর মৌখিক ভাবে জানালেও আজ পর্যন্ত তার কোন সুরাহা হয়নি। এমতাস্হায় ইয়ানুরের ৯ম শ্রেনীতে পড়ুয়া কন্যা শরিফা খাতুন বাড়ি থেকে বাহিরে বের হতে না পেরে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে । এছাড়া তার লেখা পড়ার চরম ব্যঘাত ঘটছে।

বিষয়টি নিয়ে দুটি পরিবারের মাঝে চরম দন্ধ দেখা দিয়েছে। দ্রত সমাধান না হলে যে কোন মহুর্থে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে। এব্যাপারে ইয়ানুরের পরিবার স্হানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছে।