ঝিনাইদহ :

ঝিনাইদহে মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অবৈধ এলইডি লাইট ও হাইড্রোলিক হর্ন জব্দ করেছে ।

সোমবার (২৭জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ভাটই বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় শতাধিক গড়াই, রুপসা বাস-ট্রাকের হর্ণ ও লাইট অপসারণ এবং প্রায় ২০ টি থ্রী হুইলার আটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন-টিআই কামাল হোসেন, সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, টিএসআই মাহবুবুর রহমানসহ অন্যান্য সদস্য।

সার্জেন্ট মোস্তাফিজ বলেনপুলিশ সুপার স্যারের নির্দেশে মহাসড়কে এ অভিযান পরিচালনা করছি। রাতে রাস্তায় চলাচলকারী যানবাহনে সাদা এলইডি লাইট ব্যবহার করা হচ্ছে। এটি আইনত নিষিদ্ধ। এই লাইটের ফলে বিপরীত দিক থেকে আসা যান দেখতে সমস্যা হয়। তিনি জানান মানুষের শ্রবনশক্তির মারাত্মক ক্ষতিকারক নিষিদ্ধ হাইড্রলিক হর্ন ও এলইডি লাইট অপসারন এর ফলে মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দূর্ঘটনা কম হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here