সবুজদেশ ডেস্কঃ
আওয়ামী লীগের নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডিজিটাল দেশ গড়েছি, এবার স্মার্ট দেশ গড়ব। আগামী নির্বাচনের মেনিফেস্টোতে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার থাকবে।
শনিবার (১৭ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে ২২তম কাউন্সিল উপলক্ষে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি, রাস্তাঘাট-সেতু করেছি, একদিনে একশ সেতু উদ্বোধন করেছি। টানেলও উদ্বোধনের অপেক্ষায়। তাহলে ছলচাতুরি কোথায় করলাম? আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করে।
আগামী নির্বাচনের মেনিফেস্টোতে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকার থাকবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়েছি। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ব।
Reporter Name 






















