শিরোনাম:
ঢাকায় র্যাবের সঙ্গে ‘গুলিবিনিময়ে’ মাদক ব্যবসায়ী নিহত
মিরপুরের বছিলা এলাকায় র্যাব-২-এর সঙ্গে গুলিবিনিময়ে রাজন (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ওই ঘটনা ঘটে বলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সূত্রে জানা গেছে। র্যাবের ভাষ্য, মোহাম্মদপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন রাজন। তিনি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ‘গাঁজা রাজন’ নামে পরিচিত ছিলেন।
র্যাবের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গুলিবিনিময়ের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়নি র্যাব।
র্যাবের ভাষ্য, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজন র্যাব সদস্য আহত হয়েছেন।
রাজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
Tag :