শিরোনাম:
ঢাবির ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ বিকেলে
সবুজদেশ ডেক্সঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ স্থগিতের কথা জানায় কর্তৃপক্ষ। ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকায় ৬ জনকে গ্রেফতারও করা হয়েছিল।
Tag :