শিরোনাম:
‘ থাকতে চাই না ২ নম্বর চেয়ারে’
জাতীয় পার্টি (জাপা) আর বিরোধী দলে থাকতে চায় না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ‘এবার আমরা ক্ষমতায় যেতে চাই। সংসদে আমরা ২ নম্বর চেয়ারে থাকতে চাই না।’
শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন পরিদর্শনে এসে সাবেক এ সেনাশাসক এসব কথা বলেন। এখানে শনিবার জাতীয় পার্টির যৌথসভা হওয়ার কথা।
এরশাদ বলেন, শনিবার পার্টির যৌথসভায় প্রমাণ হবে, জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার শক্তি অর্জন করেছে। তিনি বলেন, ‘আমরা ক্ষমতায় যেতে প্রস্তুত।’
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরশাদ।
Tag :