শিরোনাম:
থানায় ‘জিডি’ করলেন মির্জা ফখরুল
সবুজদেশ ডেক্সঃ রাজধানীর পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেসবুকে নিজ নামে ভুয়া আইডি থাকায় সেই আইডির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে তিনি এ জিডি করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার বিকেলে এই জিডি করা হয়। বিএনপির প্যাডে লেখা জিডির আবেদনে বলা হয়, ‘আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে। আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।’
এ প্রসঙ্গে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই। অথচ কে বা কারা তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে।
Tag :