থানায় হস্তান্তর, যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে ৩ মামলা
ঢাকাঃ
অবৈধ জুয়া ও ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা দক্ষিণ মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাবের পক্ষ থেকে গুলশান থানায় মামলাগুলো করা হয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য জানান।
এর আগে বুধবার সন্ধ্যায় গুলশান-২–এর নিজ বাসা থেকে খালেদ মাহমুদকে আটক করে র্যাব। এছাড়া তাঁর মালিকানাধীন রাজধানীর ফকিরাপুল ইয়ংমেনস ক্লাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থসহ ১৪২ জনকে আটক করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর পর আজ দুপুর আড়াইটার দিকে খালিদ মাহমুদকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।