সবুজদেশ ডেক্সঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামে ড্রেন নির্মান কাজে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, কোমরপুর গ্রামে রাস্তার পানি নিষ্কাসনের জন্য ড্রেন নির্মান করার জন্য কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের মাধ্যমে কাবিটা অর্থ বরাদ্দ দেয়।বরাদ্দকৃত অর্থে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের তদারকিতে ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মন্টু মিয়া ড্রেন নির্মান কাজ শুরু করে ।নির্মান কাজে উচ্চ মানের সামগ্রি ও ১নং ইট দেবার কথা থাকলেও সেখানে ২নং ও ৩নং ইট ও নিন্মমানের সামগ্রি দিয়ে ড্রেন নির্মান কাজ চলছে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র বলছে, দলীয় নেতা-কর্মীদের ওই কাজগুলো দেয়া হয়েছে। যার কারনে তারা প্রশাসন ও নিয়ম-কানুনের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছেমত নিন্মমানের সামগ্রি ও পরিত্যক্ত ইট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।অনিয়মের ব্যপারে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার জানান এখনো পর্যন্ত এমন কোন অভিযোগ আমার কাছে আসেনি।অভিযোগ পেলে অবশ্যই সরোজমিন তদন্তপূবক প্রয়োজনিও ব্যবস্থা গ্রহন করা হবে।
আল মামুন সোহাগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here