শিরোনাম:
দামুড়হুদা মডেল থানার মাদক বিরোধী অভিযান গাঁজা ও ইয়াবা সহ দুইজন গ্রেফতার
সবুজদেশ ডেক্সঃ চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা মডেল থানার মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সহ দুইজন গ্রেফতার করেন পুলিশ ১শ’ গ্রাম গাঁজা ও ২০পিচ ইয়াবাসহ আসমত আলী কে (৩৭) ও রিপন কে (১৫) আটক করেছে। আসমত আলী দামুড়হুদার জয়রামপুর বাগান পাড়ার মৃত মোতালেব আলীর ছেলে ও বালক রিপন দামুড়হুদার দর্শনা পাঠান পাড়ার শাহাব উদ্দীনের ছেলে। গতকাল শনিবার দুপুরে এদেরকে ডুগডুগি বাজার ও দর্শনা পাঠান পাড়া থেকে এদেরকে আটক করে।
পুলিশ জানায়, গতকাল শনিবার দুপুরে গোপন সংবাদের ভিতিত্বে দামুড়হুদা মডেল থানার এস আই শ্যামল কুমার সমর্দ্দার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জয়রামপুর বাগান পাড়ার মৃত মোতালেব আলীর ছেলে আসমত আলীকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে তার মাজাই গুজে রাখা পলিথিনের প্যাকেট থেকে ১শ’গ্রাম গাজা উদ্ধার করে।
একই দিন দুপুর আড়াইটার দিকে এস আই এস আই রাম প্রসাদ গোপন সংবাদের ভিতিত্বে সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পাঠান পাড়া এলাকা থেকে বালক রিপনকে আটক করে। এসময় তার সাথে থাকা অজ্ঞত মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
আটককৃত রিপন জানান, অজ্ঞত এক ব্যক্তি তার হাতে কাগজে মড়ানো ২০পিচ ইয়াব দিয়ে পকেটে রাখতে বলে। এসময় পুলিশ দেকে সে পালিয়ে যায়।
আল মামুন সোহাগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
Tag :