দামুড়হুদার কার্পাসডাঙ্গাক্যাম্প পুলিশের মাদক বিরোধী অভিযান ফেন্সিডিলসহ সাগর গ্রেপ্তার
সবুজদেশ ডেক্সঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গার ভুমিহীনপাড়ার সাগর নামের একজনকে ফেন্সিডিল সহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে কার্পাসডাঙ্গার ভুমিহীনপাড়ার নীচ থেকে গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা একটি বাজার করা ব্যাগ তল্লাশীকরে ৮বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আসাদুর রহমান আসাদ ও এএসআই কাশেম,এএস আই শাহজালাল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান কার্পাসডাঙ্গা ভুমিহীন পাড়ায়। এসময় গ্রামের আয়শা ইট ভাটার পাঁকা রাস্তার উপর থেকে ৮ বোতল ফেনসিডিল সহ সাগর(৩৬) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত সাগর আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভুমিহীনপাড়ার মৃত সামসুল আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত ৮ বোতল ফেন্সিডিলসহ বৃহস্পতিবার সকালে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের পূর্বক সোপর্দ করেন।