আল মামুন সোহাগ (চুয়াডাঙ্গা প্রতিনিধি): চুয়াডাঙ্গা, জেলা থানার দামুড়হুদা দামুড়হুদায় মেরিনা খাতুন (৩০) নামের এক গৃহবধুকে শারীরিক নির্যাতনের পর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করা হয়েছে
বলে অভিযোগ করা হয়েছে। মেরিনা দামুড়হুদা বাসস্ট্যান্ডপাড়ার শাহাবুদ্দিনের
মেয়ে এবং জয়রামপুর ঠাকুরপাড়ার বজলুর রহমানের স্ত্রী। আহত গৃহবধুকে
মূমুর্ষূ অবস্থায় প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
ওখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তাকে রাজশাহী নেয়ার সময় তার
রাত আড়াই টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পাষন্ড স্বামী
বজলুর রহমান পলাতক রয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধুর মা রাবেয়া খাতুন বাদী হয়ে
পাষন্ড জামাইয়ের নামে থানায় মামলা করেছেন। গত ৭ অক্টোবর রোববার সকালে
যৌতুকের টাকার জন্য গৃহবধু দু সন্তানের জননী মেরিনাকে তার পাষন্ড স্বামী
বজলুর রহমান তাকে বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং মূমুর্ষূ অবস্থায়
তার মুখে বিষ (কীটনাশক) ঢেলে দেয়া হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, নিহত গৃহবধুর গায়ে
বেশকিছু আঘাতের চিহৃ পাওয়া গেছে। লাশের ময়না তদন্তের জন্য বিকেলে
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার পর থেকে স্বামী গা ঢাকা
দিয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।

আল মামুন সোহাগ 
চুয়াডাঙ্গা প্রতিনিধি

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here