শিরোনাম:
দামুড়হুদা মডেল থানার মাদক বিরোধী ২১ পিচ ফেন্সিডিলসহ কুষ্টিয়ার মাদক ব্যবসায়ী নুর আলম গ্রেফতার
সবজদেশ ডেক্সঃচুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলা গতকাল রবিবার দামুড়হুদা মডেল থানার মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন জনাব সুকুমার বিশ্বাস, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা, চুয়াডাঙ্গা এর নির্দেশে এসআই/তপন কুমারন নন্দী, এএসআই/কার্তিক কুমার বসু দামুড়হুদা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া ২১ বোতল ফেন্সিডিল সহ আসামী মোঃ নূর আলম সিদ্দিক ( উলফাত) (৪৫), পিং- মৃত হায়বাত আলী, সাং- যুগিয়া শেখপাড়া, থানা ও জেলা- কুষ্টিয়াকে চারুলিয়া গ্রামস্থ সদরপুকুর মোড়স্থ জনৈক আহম্মেদের চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করেন।
আল মামুন সোহাগ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
Tag :