ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি বাজার থেকে ভিজিএফের ২৪০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার উপজেলার কুশমাইল ইউনিয়নের ছলির বাজারের বাবুলের দোকান থেকে এ চাল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার জানান, সোমবার থেকে কুশমাইল ইউনিয়নে ভিজিএফ বিতরণ শুরু হয়েছে। দোকানে ভিজিএফের চাল মজুদ করা হচ্ছে এমন খবরে ছলির বাজারে অভিযান চালিয়ে বাবুলের ঘর থেকে ২৪০ বস্তা চাল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এগুলো ইউনিয়ন পরিষদ থেকে কালো বাজারীর কাছে বিক্রি করা হয়েছে।

উদ্ধার চাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হেফাজতে দেয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে মামলা করা হবে এবং আদালতের নির্দেশনা মোতাবেক চালের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here