দোল পূর্ণিমা আজ
সবুজ দেশ নিউজ:হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব বৃহস্পতিবার (০১ মার্চ)। ‘দোলযাত্রা’ বা ‘দোল পূর্ণিমা’ হিসাবে পরিচিত এই উৎসবে মেতে উঠবে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তার সখীগণের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল উৎসব শুরু। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হবে। মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দোল উৎসব ও কীর্তন হবে। পূজা ও কীর্তন শুরু হবে সকাল সাড়ে ৮টায়।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি ডি. এন. চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় বিবৃতিতে দোল পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।