ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের পর ইউপি সদস্যকে হত্যার ঘটনায় মূল হোতা আটক

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০২:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

 

নড়াইল সদর উপজেলায় বাসনা মল্লিক নামে এক ইউনিয়ন পরিষদের নারী সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে মো. ফারুক মোল্যা (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে মাগুরা জেলার শালিখা থানার হরিশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এদিন দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতার মো. ফারুক মোল্যা সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো. ওসমান মোল্যার ছেলে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুলের ফোন কলে পাওনা টাকা আনতে যান। মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোক্তার মোল্যার বাড়িতে রাজিবুলসহ ফারুক, চঞ্চল, শফিকুল মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

ভুক্তভোগী বাসনা মল্লিক বিষয়টি জানিয়ে দেবে বললে হুমকি-ধমকি দিলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। বাড়িতে ফিরে এ ঘটনায় ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। পরে অসুস্থ হয়ে পড়লে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে তার ওপর নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন।  পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নিহতের ময়নাতদন্ত সম্পন্ন শেষে মরদেহ বাড়িতে নিয়ে বিকেলে শেষকৃত্য করা হয়।

নিহত বাসনা মল্লিক নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ৩ ওয়ার্ডের মহিলা সদস্য (মেম্বার) এবং ওই ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী।

সবুজদেম/এসইউ

Tag :

ধর্ষণের পর ইউপি সদস্যকে হত্যার ঘটনায় মূল হোতা আটক

Update Time : ০২:১৩:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

 

নড়াইল সদর উপজেলায় বাসনা মল্লিক নামে এক ইউনিয়ন পরিষদের নারী সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগে মো. ফারুক মোল্যা (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) ভোরে মাগুরা জেলার শালিখা থানার হরিশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এদিন দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেফতার মো. ফারুক মোল্যা সদর উপজেলার দৌলতপুর গ্রামের মো. ওসমান মোল্যার ছেলে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক রাজিবুলের ফোন কলে পাওনা টাকা আনতে যান। মাইজপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মোক্তার মোল্যার বাড়িতে রাজিবুলসহ ফারুক, চঞ্চল, শফিকুল মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে ভিডিও ধারণ করে এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

ভুক্তভোগী বাসনা মল্লিক বিষয়টি জানিয়ে দেবে বললে হুমকি-ধমকি দিলে তার মুখে বিষ ঢেলে দেওয়া হয়। বাড়িতে ফিরে এ ঘটনায় ভয়ে তিনি কাউকে কিছু বলেননি। পরে অসুস্থ হয়ে পড়লে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তিনি ছেলে রিংকু মল্লিকের কাছে তার ওপর নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলেন।  পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে তার মৃত্যু হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নিহতের ময়নাতদন্ত সম্পন্ন শেষে মরদেহ বাড়িতে নিয়ে বিকেলে শেষকৃত্য করা হয়।

নিহত বাসনা মল্লিক নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১, ২, ৩ ওয়ার্ডের মহিলা সদস্য (মেম্বার) এবং ওই ইউনিয়নের পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী।

সবুজদেম/এসইউ