ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নকল পোস্টারে ‘দরদ’-এর প্রচারণা

ছবি সংগৃহীত-

 

আসছে ১৫ নভেম্বর মুক্তির পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। সামাজিক মাধ্যমে চলছে প্রচারণা। তারই ধারাবাহিকতায় আজ সোমবার সামাজিক মাধ্যমে ‘দরদ’-এর একটি পোস্টার প্রকাশ করেছেন পরিচালক অনন্য মামুন। এরপরই উঠেছে নকলের অভিযোগ। নেটিজেনদের দাবি নকল পোস্টার দিয়ে ‘দরদ’-এর প্রচারণা চালানো হচ্ছে।

নেটিজেনদের মতে, ‘দরদ’-এর সবশেষ প্রকাশিত পোস্টারটি স্প্যানিশ হরর থ্রিলার ‌‘মুসারানাস’ থেকে হুবহু নকল করা হয়েছে। ‘মুসারানাস’-এর পরিচালক জুয়ানফার আন্দ্রেস ও এস্তেবান রোয়েল।

বিষয়টি নিয়ে যোগাযোগ করলে হোয়াটস্যাপের মাধ্যমে অনন্য মামুন জানান পোস্টারটি অফিসিয়াল না, ফ্যানমেইড। তিনি বলেন, ‘‘অফিসিয়ালি কমপক্ষে পাঁচটি পোস্টার প্রকাশ করা হয়েছে ‘দরদে’র। একজন ফ্যান যদি ভালো পোস্টার করে সেটি কি আমরা ছাড়তে পারি না?’ ’

পর্যালোচনা করে দেখা গেছে, ‘মুসারানাস’-এর পোস্টারের সঙ্গে ‘দরদ’-এর ওই পোস্টারটির অনেকাংশেই মিল রয়েছে।

জানা গেছে, সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এ ছবির দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

এতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। আরও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

সবুজদেশ/এসইউ

About Author Information

নকল পোস্টারে ‘দরদ’-এর প্রচারণা

Update Time : ০৮:০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

 

আসছে ১৫ নভেম্বর মুক্তির পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। সামাজিক মাধ্যমে চলছে প্রচারণা। তারই ধারাবাহিকতায় আজ সোমবার সামাজিক মাধ্যমে ‘দরদ’-এর একটি পোস্টার প্রকাশ করেছেন পরিচালক অনন্য মামুন। এরপরই উঠেছে নকলের অভিযোগ। নেটিজেনদের দাবি নকল পোস্টার দিয়ে ‘দরদ’-এর প্রচারণা চালানো হচ্ছে।

নেটিজেনদের মতে, ‘দরদ’-এর সবশেষ প্রকাশিত পোস্টারটি স্প্যানিশ হরর থ্রিলার ‌‘মুসারানাস’ থেকে হুবহু নকল করা হয়েছে। ‘মুসারানাস’-এর পরিচালক জুয়ানফার আন্দ্রেস ও এস্তেবান রোয়েল।

বিষয়টি নিয়ে যোগাযোগ করলে হোয়াটস্যাপের মাধ্যমে অনন্য মামুন জানান পোস্টারটি অফিসিয়াল না, ফ্যানমেইড। তিনি বলেন, ‘‘অফিসিয়ালি কমপক্ষে পাঁচটি পোস্টার প্রকাশ করা হয়েছে ‘দরদে’র। একজন ফ্যান যদি ভালো পোস্টার করে সেটি কি আমরা ছাড়তে পারি না?’ ’

পর্যালোচনা করে দেখা গেছে, ‘মুসারানাস’-এর পোস্টারের সঙ্গে ‘দরদ’-এর ওই পোস্টারটির অনেকাংশেই মিল রয়েছে।

জানা গেছে, সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এ ছবির দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

এতে শাকিবের বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। আরও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

সবুজদেশ/এসইউ