ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০২:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে।

 

নড়াইলের কালিয়ায় ট্রাকচাপায় হাসিব মোল্যা (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব মোল্যা উপজেলার মাধবপাশা গ্রামের সাব্বির মোল্যার ছেলে। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় হাসিব মোল্যা মোটরসাইকেলযোগে কালিয়া থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি মো. রাশেদুল ইসলাম জানান, ‘‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

নড়াইলে সড়ক দূর্ঘটনায় নিহত ১

Update Time : ০২:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

 

নড়াইলের কালিয়ায় ট্রাকচাপায় হাসিব মোল্যা (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিব মোল্যা উপজেলার মাধবপাশা গ্রামের সাব্বির মোল্যার ছেলে। কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় হাসিব মোল্যা মোটরসাইকেলযোগে কালিয়া থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি মো. রাশেদুল ইসলাম জানান, ‘‘ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সবুজদেশ/এসইউ