সবুজদেশ ডেক্সঃ অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের নাম হবে অ্যান্ড্রয়েড কিউ। সাধারণত ইংরেজি অক্ষরগুলোর ক্রমানুসারে মিষ্টান্নের নামে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণের নামকরণ করা হয়। গত বছরের আগস্টে অ্যান্ড্রয়েড সফটওয়্যারের নতুন সংস্করণ অ্যান্ড্রয়েড ৯ পাই এনেছিল গুগল। এবারে এর পরবর্তী সংস্করণ হিসেবে আসবে অ্যান্ড্রয়েড কিউ। তবে কিউ দিয়ে কোন মিষ্টান্নের নাম রাখা হবে, তা এখনো জানা যায়নি।

অ্যান্ড্রয়েড ১০ কিউ সংস্করণে অবশ্য বেশ কিছু নতুন ফিচার যুক্ত হবে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এর মধ্যে বিশেষ ফিচার হবে ডার্ক মোড। এটি মূলত ব্যাটারির চার্জ বাঁচানোর জন্য আনতে যাচ্ছে গুগল। এর আগে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ সংস্করণে মেটিরিয়াল ডিজাইন যোগ করার আগে সিস্টেমের বেশির ভাগ জায়গা কালো থাকত; বিশেষ করে সিস্টেম সেটিংস।

গুগল স্বীকার করেছে, শুধু ওএলইডি নয়, এলসিডি ডিসপ্লেতেও ডার্ক মোডে ব্যাটারি বাঁচে। তাই আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে মেটেরিয়াল ডিজাইন বাদ দিয়ে ডার্ক মোডে ফিরে যেতে চাইছে তারা। অপারেটিং সিস্টেমের পাশাপাশি একাধিক অ্যাপেও ডার্ক মোড আসতে পারে।

গত বছর গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে অ্যান্ড্রয়েড কিউয়ের প্রিভিউ দেখায় গুগল। সেখানে বেশ কয়েকটি ক্ষেত্রে মাল্টিটাস্কিং ফিচারের কথা বলা হয়েছে। আগামী অক্টোবর মাস নাগাদ কিউ সংস্করণ উন্মুক্ত করতে পারে গুগল।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here